ডেমরায় মজুত নিত্যপণ্য জব্দ করল র্যাব
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ডেমরার বিভিন্ন এলাকায় চাল, সয়াবিন তেলসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুত পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব মজুত জব্দ করা হয় এবং এতে জড়িত ব্যবসায়ীদের জরিমানা করা হয়। র্যাব-৩ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য অসাধু ব্যবসায়ীরা চাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত করেছিলেন। এই অপরাধে বিভিন্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।