ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জলাশয় রক্ষার দাবিতে নৌকায় মানববন্ধন

সিরাজগঞ্জে জলাশয় রক্ষার দাবিতে নৌকায় মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারএলংজনি সরকারি জলাশয় রক্ষার দাবিতে নৌকায় মানববন্ধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে পারএলংজনি গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শামছুল হক, ওয়াজেদ আলী, বাদশা সরকার, মিজান সরকার ও পাখি খাতুন প্রমুখ। বক্তারা বলেন, ওই গ্রাম ও মৌজার সিএস, এসএ ও আরএস ১নং খাস খতিয়াতের অন্তর্ভুক্ত প্রায় ১৬ বিঘা জলাশয় এবং এরমধ্যে আরএস-২৫৪ দাগ খাল শ্রেণির ৪ একর ৬ শতক ও ৬৪৮ দাগের ৮৫ শতক জনসাধারণের ব্যবহার্য খোলা জলাশয়। এ জলাশয় প্রভাশালী একটি ভূমিদুস্য চক্র নিজেদের ভূমিহীন সাজিয়ে সরকারি জলাশয় ফসলি দেখিয়ে দফায় দফায় ইজারা নিয়ে দখলে দীর্ঘদিন ধরে। এতে এ চক্র লাভবান হলেও কমপক্ষে ৪ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে এবং জনসাধারণকে ওই জলাশয় ব্যবহার করতে দেয়া হয় না। এমনকি প্রতিবাদ করতে গেলেই তারা মামলা ও হামলা দিয়ে হয়রানি করে। দ্রুত এ অবৈধ ইজারা বাতিল করে জনসাধারণের ব্যবহারে জলাশয় উন্মুক্ত করে দেয়ার দাবি জানানো হয়। এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত