সিরাজগঞ্জে জলাশয় রক্ষার দাবিতে নৌকায় মানববন্ধন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারএলংজনি সরকারি জলাশয় রক্ষার দাবিতে নৌকায় মানববন্ধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে পারএলংজনি গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শামছুল হক, ওয়াজেদ আলী, বাদশা সরকার, মিজান সরকার ও পাখি খাতুন প্রমুখ। বক্তারা বলেন, ওই গ্রাম ও মৌজার সিএস, এসএ ও আরএস ১নং খাস খতিয়াতের অন্তর্ভুক্ত প্রায় ১৬ বিঘা জলাশয় এবং এরমধ্যে আরএস-২৫৪ দাগ খাল শ্রেণির ৪ একর ৬ শতক ও ৬৪৮ দাগের ৮৫ শতক জনসাধারণের ব্যবহার্য খোলা জলাশয়। এ জলাশয় প্রভাশালী একটি ভূমিদুস্য চক্র নিজেদের ভূমিহীন সাজিয়ে সরকারি জলাশয় ফসলি দেখিয়ে দফায় দফায় ইজারা নিয়ে দখলে দীর্ঘদিন ধরে। এতে এ চক্র লাভবান হলেও কমপক্ষে ৪ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে এবং জনসাধারণকে ওই জলাশয় ব্যবহার করতে দেয়া হয় না। এমনকি প্রতিবাদ করতে গেলেই তারা মামলা ও হামলা দিয়ে হয়রানি করে। দ্রুত এ অবৈধ ইজারা বাতিল করে জনসাধারণের ব্যবহারে জলাশয় উন্মুক্ত করে দেয়ার দাবি জানানো হয়। এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।