অনুবাদক সম্মেলন ও অনুবাদ সাহিত্য পুরস্কার বিতরণ আজ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পাঞ্জেরী-বিটিএফ অনুবাদক সম্মেলন ও অনুবাদ সাহিত্য পুরস্কার প্রদান করা হবে আজ। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দুপুর ২টা থেকে ৮টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হতে হবে।
সম্মেলনে অনুবাদকবিষয়ক আড্ডা ও আলোচনা সভায় অংশ নিবেন দেশ ও বিদেশের খ্যাতিমান অনুবাদকবৃন্দ। পাশাপাশি, অনুবাদ পত্রিকা ‘যুক্তস্বর’ এর ‘মধ্যপ্রাচ্য সাহিত্য সংখ্যা’র মোড়ক উন্মোচন এবং তিনটি শাখায় ‘পাঞ্জেরী-বিটিএফ অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করা হবে। বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন ও পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড যৌখভাবে অঅয়োজন করছে অনুবাদক সম্মেলন ও অনুবাদ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। সংস্কৃতি সচিব খলিল আহমদ সম্মেলনের উদ্বোধন করবেন। বিটিএফ-এর সভাপতি অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ও ডিএমপি কমিশনার, লেখক ও গবেষক হাবিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন, একুশে পদকপ্রাপ্ত ড. নূরুন নবী, আমেরিকা লিটারারি ট্রান্সলেশন আ্যাসোসিয়েশনের প্রতিনিধি বনি চাও, শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, মৃধা ফাউন্ডেশনের চিনু মৃধা, প্রকৌশলী আলী আহমদ ও কবি, চিত্রশিল্পী রাকীব হাসান। এতে স্বাগত বক্তৃতা করবেন বিটিএফ-এর ভাইস প্রেসিডেন্ট শাহাব আহমেদ ও পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রকাশক কামরুল হাসান শায়ক।