ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বাছুর বিতরণ

সিরাজগঞ্জের অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বাছুর বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে বিনামূল্যে বাছুর ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।

গত রোববার দুপুরে রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ১১২ জনের মধ্যে এ বাছুড় ষাঁড় বিতরণ করা হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ওয়ালী উল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামজিক ও মানোন্নয়নে বর্তমান সরকার প্রকল্প মাধ্যমে এ ষাঁড় বাছুর বিতরণ করছে। এ ষাঁড় বাছুড় বিতরণে হত-দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মানোন্নয়ন ঘটবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো. ওমর ফারুক, (ডিপিডি) ডা. মো. আনোয়ার সাহাদত, ভেটেনারি সার্জন ডা: মো. আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সাইদুল ইসলাম চান, ওসি হারুনর রশীদ, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী, প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা রবিন সরকার, সোয়েব আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত