ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুরান ঢাকায় জুতার কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

পুরান ঢাকায় জুতার কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

রাজধানীর সিদ্দিকবাজারে একটি জুতার কারখানায় শর্টসার্কিট থেকে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন- তোফাজ্জল হোসেন (২৪) ও বাহার উদ্দিন (২৭)। গতকাল সোমবার বিকালে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। দুজনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোলায়েম বলেন, আমরা জুতার কারখানায় কাজ করি। জুতার সলিউশন আঠায় জমে থাকা গ্যাস থেকে শর্টসার্কিট হয়। এরপর বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন দুজন। তিনি জানান, তোফাজ্জল ও বাহারের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার দিঘিরপাড় গ্রামে। তোফাজ্জলের বাবার নাম লিয়াকত আলী ও বাহারের বাবার নাম মৃত শাহ মিয়া। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দগ্ধ দুই শ্রমিককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পর্যবেক্ষণে রাখা আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত