লক্ষ্মীপেঁচার তিন বাচ্চা উদ্ধার

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে লক্ষ্মীপেঁচার তিনটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। গত রোববার দিনগত রাতে খোয়াই থিয়েটার কার্যালয়ের পেছন থেকে এদের উদ্ধার করা হয়। বন বিভাগের হবিগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, বাচ্চাগুলোর বয়স আনুমানিক ১৫-২০ দিন। উড়তে শিখলে বাচ্চাগুলো অবমুক্ত করা হবে। খোয়াই থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, লক্ষ্মীপেঁচা সচরাচর দেখা যায় না। আশা করছি বাচ্চা তিনটি দ্রুত সুস্থ হয়ে উঠবে। রাতে উদ্ধারের পর বাচ্চাগুলো বন বিভাগের হাতে তুলে দেওয়া হবে। এ সময় রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, জিয়াউল হক রাজু, খোয়াই থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক ইয়াসিন খাঁ, ফজলুল করিম, মর্তুজ আলী ও স্বপন রায় প্রমুখ উপস্থিত ছিলেন।