ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা

মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা

মানিকগঞ্জে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড এবং হাইট্রলির দুই ড্রাইভারকে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাচকলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন বলেন, পাঁচ কলিয়া এলাকায় অবৈধভাবে মাটি বাণিজ্য করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলকালিদহ এলাকার ভেকু মালিক নুরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। লাইসেন্স ও রুট পারমিট ব্যতীত গাড়ি চালানোর অপরাধে কলিয়া এলাকার হাইট্রলি ড্রাইভার রাব্বি হাসান ও আগ কলিয়া এলাকার সাদ্দাম হোসেনকে অর্থদণ্ড দেয়া হয়। তাদেরকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার এস. এম ফয়েজ উদ্দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত