সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী গ্রামে এসএম এন্টারপ্রাইজ নামে অবৈধ মেহেদি ও ফেসওয়াশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা তার নিজ বাসায় ভেজাল কসমেটিকস উৎপাদনের কারখানা গড়ে তুলেছেন। কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক, রং ও অন্যান্য উপাদানের মাধ্যমে, ভেজাল ফেসওয়াশ ও মেহেদি তৈরি করে আসছিলেন। এসব অবৈধ পণ্য বাজারজাত ও ব্যবহারে ক্যানসারসহ ত্বকের বিভিন্ন জটিল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে ওই কারখানায় অভিযান চালায় ওই অধিদপ্তর। এ সময় অনুমোদনবিহীন ও ল্যাব ও কেমিস্ট ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন করায় কারখানা মালিককে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। সেইসাথে কারখানাটির বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে কারখানার ওই মালিকের কাছ থেকে মুসলেকাও নেয়া হয়েছে।