কক্সবাজার শহরের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলবিরোধী মোবাইলকোর্ট পরিচালিত হয়েছে। এতে লাইসেন্স নবায়ন না থাকাসহ নানা অপরাধে তিনটি করাতকলকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিত করাতকলগুলোর মধ্যে মেসার্স শফি স’মিল ও মেসার্স নুরুল হক স’মিলকে ১০ হাজার করে মোট ২০ হাজার ও মেসার্স সেলিম স’মিলকে ৫ হাজার টাকা। গত মঙ্গলবার কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী এই দণ্ড প্রদান করেন। কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহাস বলেন, লাইসেন্স নবায়ন না করায় অনেক করাতকল এরইমধ্যে সিলগালা করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে। লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।