সিরাজগঞ্জে ভালোবাসা দিবসে ও বসন্ত উৎসব প্রেমনগরে পরিণত

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গতকাল বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ফুলের চাহিদা থাকলেও দাম বেশি থাকায় বিশেষ করে বসন্তের প্রেমিকরা হতাশ। এ নিয়ে শহরাঞ্চলে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষ্যে গত মঙ্গলবার বিকাল থেকে জেলা শহরের অ্যাডভোকেট কর্নার এলাকায় ফুল ঘরগুলোতে তরুণ-তরুণীদের ভিড় জমে উঠে। এছাড়াও জেলার সবকয়টি উপজেলাসহ অনান্য স্থানেও গোলাপ, রজনীগন্ধাসহ বিভিন্ন রকমের ফুল বিক্রি হয় এবং ফুল ঘরে রিমেন্ডেরা গোলাপ বিক্রি হচ্ছে প্রতি পিস ৩০-৪০ টাকা, ক্যাপ গোলাপ ৪০-৫০ টাকা, চায়না গোলাপ ৪০ টাকা, গ্লাডিওলাস ২০-২৫ টাকা, জারবেরা ১৫-২০ টাকা, রজনীগন্ধা ১৫-২০ টাকা, হাত তোরা ৭০ টাকা, গাদা প্রতি হাজার ৩০০-৮০০, চন্দ্রমল্লিকা প্রতি পিচ ৩-৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ফুল ব্যবসায়ীরা বলছেন, একই দিনে আন্তর্জাতিক ভালোবাসা দিবস, বসন্ত উৎসব, সরস্বতী পূজা ও বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার জন্য এই ফুল বিক্রি কিছুটা কম হয়েছে। এ দিবস ঘিরে প্রেমিক-প্রেমিকা ও যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দিনভর শহরের হার্ডপয়েন্ট, চায়না বাঁধ, রাসেল পার্ক, ইকোপার্ক, চড়ুই-মুড়ই পার্ক, বড়ইতলা পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থান প্রেম নগরে পরিণত হয়। এ সময় একে অপরকে ফুল বিনিময় করে ভালোবাসার সাক্ষী হিসেবে সেলফিও তুলে তারা।