পাবনায় টাকার জন্য কলেজছাত্রকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধি
পাবনায় মাত্র ২০ হাজার টাকার জন্য এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহত মিজানুর রহমান সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি আটঘরিয়া সরকারি (অনার্স) কলেজে এইচএসসি মানবিক বিভাগের ছাত্র ছিলেন। গতকাল বিকালে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা শহরের চক ছাতিয়ানী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাফিউল ইসলাম রাফি, একই এলাকার আব্দুল গাফফারের ছেলে নাঈম ইসলাম, শালগাড়িয়া নিকারীপাড়ার বনি ইসরাইলের ছেলে ইয়াছিন আলী রাহাত, মধ্য শালগাড়িয়ার মৃত ইলিয়াস আলীর ছেলে ইসতিয়াক মাহমুদ মিশন ও রাধানগর নারায়ণপুর এলাকার শফিকুল ইসলাম শফিকের ছেলে শরিফুল ইসলাম শরিফ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গত ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্ত রাফিউল ইসলাম রাফি মোবাইল ফোনে কল করে কলেজছাত্র মিজানুর রহমানকে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের পেছনে ডেকে নিয়ে আসে। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন ইয়াছিন আলী রাহাত, নাঈম ইসলাম, শরিফুল ইসলাম শরিফ, ইসতিয়াক মাহমুদ মিশনসহ আরো কয়েকজন। মিজানুর রহমান আসামাত্রই তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে মিজানুরের মোবাইল ফোন থেকে তার বাবার কাছে শরিফুল ইসলাম ২০ হাজার টাকা দাবি করে বলে টাকা না দিলে তার ছেলের সমস্যা হবে। মিজানুর রহমানের বাবা তাদের মোবাইল ফোনে ৫ হাজার টাকা পাঠিয়ে দেয়। কিন্তু চাহিদামাফিক টাকা না পাওয়ায় মিজানুর রহমানকে আবারও মারধর করতে থাকে বখাটেরা। মিজানুর গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারি আহত মিজানুর রহমান মারা যায়।