ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আসামি ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেপ্তার পাঁচ

সিরাজগঞ্জে আসামি ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেপ্তার পাঁচ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাঁতী গ্রামে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- ওই গ্রামের হায়দার আলী (৪০), রতন আলী (৩৫), শহিদুল ইসলাম (৩৮), জাহাঙ্গীর আলম (২৭) ও জাকারিয়া শেখ (২৫)। রায়গঞ্জ থানার ওসি হারুন-অর রশিদ গতকাল বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ওই গ্রামের আবুল বাশার ওরফে বকুল শেখ (৪০) প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এতে প্রথম স্ত্রী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে। এ মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং গ্রেপ্তারি পরোয়ানায় ওই আসামিকে গত সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলশ। তাকে থানায় নিয়ে আসার পথে ওই গ্রামেই পুলিশের কাছ থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয় স্বজনরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। এ ব্যাপারে এএসআই জিয়াউর রহমান বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। গত মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরের দিন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ছিনিয়ে নেয়া ওই আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত