কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় আহত প্রতাপ সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত প্রতাপ সরকারের বোনজামাই অশেষ দাস বলেন, আমার শ্যালক গাজীপুরে সখিপুর এলাকায় রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করত। গত সোমবার তারা তিনজন বন্ধু মিলে ঢাকায় ঘুরতে আসে। পরে দুজন রেললাইনের উপর প্রস্রাব করতে গেলে দ্রুতগতির একটি ট্রেন তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ওই দিনই শাহাবুদ্দিন নামে এক যুবককের মৃত হয়। গতকাল বিকালের দিকে আমার শ?্যালক প্রতাপ সরকার জরুরি বিভাগে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি আরো বলেন, প্রতাপ সরকারের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামে। তিনি ওই এলাকার প্রেমানন্দ সরকারের ছেলে ছিল। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে প্রতাপ সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।