চলছে প্রতিস্থাপনের কাজ

উত্তরাঞ্চলের চার জেলায় গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের ৪ জেলায় গ্যাস লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ জেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় গ্যাস ট্রান্সমিশনের পাইপলাইন প্রতিস্থাপনের কাজে এ বন্ধ ঘোষণা করা হয়। গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনিক কনস্ট্রাকশন কোম্পানি লিঃ কর্মকর্তা জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাজশাহী, পাবনা ও বগুড়ায় সম্পূর্ণ এবং সিরাজগঞ্জে আংশিক গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ইন্টারচেঞ্জ নির্মাণকাজ চলার কারণে সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার দুটি স্থানে ১.৩২ কিলোমিটার এই গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে। এ কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটের আওতাধীন ৪ জেলার গ্যাস সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আবাসিকসহ গ্যাসচালিত বিভিন্ন ছোট বড় শিল্পকারখানা, সিএনজি স্টেশনেও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে ডায়া পাইপলাইন প্রতিস্থাপন কাজ শুরু হয়েছে এবং এ প্রতিস্থাপন কাজ অনেকটা শেষ হয়েছে। এদিকে হাটিকুমরুল এলাকায় গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কারণে ১ লাখ ২৬ হাজার ১২৯টি গ্যাস সংযোগ লাইন বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয় এবং রোববার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির লিমিটেডের কাজের অগ্রগতি নির্ধারিত সময়ের আগেই গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হবে বলে আশা করছেন জিটিসিএলের কর্মকর্তারা।