ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেরোবিতে ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

বেরোবিতে ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে ড. এমএ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফাসালোয়া ডিনা। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ড. বিজন মোহন চাকী, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফিরোজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী ও কর্মচারী ইউনিয়নের সভপতি নুর আলম মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চএন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে বিশেষ দোয়া ওমোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, ড. এমএ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার অনেক অবদান রয়েছে। বিজ্ঞানের চর্চায় বরেণ্য এই পরামাণু বিজ্ঞানীর অভিজ্ঞতা ও দর্শনকে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এলক্ষ্যে আগামীতে ড. ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হবে বলেও জানান তিনি। পরে বিশ্ববিদালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমের নেতৃত্বে ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও ড. এমএ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত