ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশের তিন ঘণ্টার অভিযান

অপহৃত পাঁচ শিশু শিক্ষার্থী উদ্ধার : দুইজন গ্রেপ্তার

অপহৃত পাঁচ শিশু শিক্ষার্থী উদ্ধার : দুইজন গ্রেপ্তার

সিরাজগঞ্জে বেড়াতে এসে ৫ শিশু শিক্ষার্থী অপহরণের ৩ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের আমিনুল ইসলাম (৩৬) ও মাহমুদাকোলা গ্রামের বাবলা শেখ (২০)। গত বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষ্যে গত বুধবার রাতে বনভোজনে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার দেলোয়ার হোসেনের মেয়ে ফাবিহা জান্নাত নাবিলা (১০), মাছুমপুর এমএ মতিন সড়ক এলাকার মাসুদ রানার মেয়ে মরিয়ম মাইশা (১০) ও আবুল বাশারের ছেলে শাহরিয়ার নাফিজ (৮), এম এ মতিন সড়ক এলাকার জাহাঙ্গীর আলমের দুই মেয়ে শারিন সারা (৮) ও জাবিন জারা (১০) ঘুরতে বের হয়। এ সময় তারা আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। তাদের একজন অভিভাবক আরেকটি রিকশার জন্য অপেক্ষা করছিলেন এবং আমিনুলের অটোরিকশাকে অপেক্ষা করতে বলেন। কিন্তু অটোরিকশাচালক আমিনুল ওই ৫ শিশুকে নিয়ে দ্রুত চলে যায়। এ সংবাদে পুলিশ ওইদিন গভীর রাতে অভিযান চালায় এবং সিরাজগঞ্জ পুলিশ লাইনের সামনে থেকে অটোরিকশাসহ চালককে গ্রেপ্তার করে এবং অপহৃত ওই ৫ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অটোরিকশাচালক ও তার সহযোগী বাবলা শেখের উদ্দেশ্য ছিল শিশুদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করবে। কিন্তু পুলিশের অভিযানে ৩ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত