এনজিও’র টাকা পরিশোধ

তবুও হয়রানির শিকার গৃহবধূ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এমডিও নামের বেসরকারি একটি এনজিও প্রতিষ্ঠানের ঋণের টাকা পরিশোধ করলেও পুলিশ তাকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে। পরে অবশ্য আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে গৃহবধূ বিনা খাতুন (২৪)। গৃহবধূর এ হয়রানি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার গুপিড়পাড়া গ্রামের অসহায় বুদ্ধু শেখের (৩৫) স্ত্রী বিনা খাতুন মডার্ণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এমডিও) একই এলাকার পিপুলবাড়িয়া শাখা থেকে প্রায় ৭ বছর আগে ৭০ হাজার টাকা ঋণ গ্রহণ করে। করোনা ও আর্থিক সংকটের মধ্যেও সুদসহ প্রায় সমুদয় টাকাই পরিশোধ করে। তবে ওই এনজিও’র হিসেবে ৪ হাজার ৮০০ টাকা সদস্য বিনা খাতুনের কাছে দাবি করে। এ টাকা দিতে বিনা খাতুন সময় চাইলেও ওই এনজিও’র শাখা কর্তৃপক্ষ সময় না দিয়ে তার বিরুদ্ধে ২০ হাজার টাকা দাবি করে সম্প্রতি সিরাজগঞ্জ সদর আমলি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরবর্তীতে এক আপস মীমাংশায় গত বছরের জুন মাসের ১৯ তারিখে ১৭ হাজার টাকা ওই শাখা এনজিও প্রতিষ্ঠান কৃর্তপক্ষকে পরিশোধ করে। এ ঋণের টাকা পরিশোধ- মর্মে ওই এনজিও’র শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান লিখিত একটি রশীদ দেন। তবে ওই এনজিও কর্তৃপক্ষ টাকা প্রাপ্তির বিষয়ে আদালতে কিছু জানানো হয়নি। যে কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বুধবার বিকালে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি মিনা খাতুনকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে ওই আদালতে সোপর্দ করে। বিনা খাতুনের আইনজীবী টাকা পরিশোধের রশীদসহ আদালতে উপস্থাপনা করেন এবং বিজ্ঞ আদালত তাকে জামিনে মুক্তি দেন এবং আগামী ৪ মার্চ ধার্য তারিখ দেয়া হয়। এ বিষয়ে ওই এনজিও’র এরিয়া ম্যানেজার কে এম শাহিন আলোকিত বাংলাদেশকে বলেন, ভুলবশত এ ঘটনা ঘটেছে। কারণ, টাকা প্রাপ্তির পর শাখা ব্যবস্থাপক এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে অবহিত করা হয়নি। যে কারণে আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়টি দুঃখজনক বলে তিনি স্বীকার করেন।