ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চবি মাইক্রোবায়োলজি বিভাগের ২৫ বছর পূর্তি

চবি মাইক্রোবায়োলজি বিভাগের ২৫ বছর পূর্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান চবি জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নতুন পুরনোর মেলবন্ধনে ছুটবো মোরা সম্মুখ পানে’। গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. নূরল আনোয়ার। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। এসময় উপাচার্য বলেন, একটি দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হলে বিজ্ঞানচর্চা ও গবেষণা অপরিহার্য। মাইক্রোবায়োলজি বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশে যুগোপযোগী ও আধুনিক জ্ঞান-গবেষণার দ্বার অবারিত করেছে। এরই মধ্যে এ বিভাগের এলামনাইরা দেশে ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে তাদের উদ্ভাবনী জ্ঞান-গবেষণা প্রয়োগের মাধ্যমে দৃশ্যমান অবদান রেখে চলেছেন। উপাচার্য আরো বলেন, বর্তমান বিশ্বে বিভিন্ন মহামারির প্রতিকূল পরিস্থিতিতে মাইক্রোবায়োলজির শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন নতুন রোগ শনাক্তকরণ, বিস্তার রোধ এবং এর প্রতিকারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। চবি মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চবি মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ও চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিএসআইআর চট্টগ্রাম’র প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও অনুষ্ঠানের সদস্য সচিব ড. সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত