ফেব্রুয়ারির শেষে দাপট দেখাবে গরম

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ সারা দেশে সকাল ও রাতের দিকে সামান্য শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। এভাবে তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তন হচ্ছে ঋতুর। দুই মাসের নাতিদীর্ঘ শীত শেষে উঁকি দিচ্ছে গ্রীষ্মকাল। এবারের শীতের মতো গরমেও আবহাওয়ার বিরূপ আচরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ও সংস্থাটির সাবেক আবহাওয়াবিদ আবদুল মান্নান গরম নিয়ে বিস্তারিত জানিয়েছেন। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে দেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকাতে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে সেভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।’ তিনি বলেন, ‘এখন আস্তে আস্তে গরম পড়া শুরু হয়েছে। তবে ভোর রাতের দিকে শীত থাকে। এই সময়টাতে আবহাওয়ার ট্রানজিট পিরিয়ড চলছে, এজন্যই শীত ও গরম পড়ছে। আগামী ২৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একইরকম অবস্থা বিরাজ করবে। এরপর থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে থাকবে। মানে ওই সময়ের পর থেকে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া, এবার গরমের প্রকোপ বেশি থাকার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।’ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ‘আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যাচ্ছে, মার্চ মাসের প্রথম দিক থেকে তাপমাত্রার দাপট অনুভব করা যাবে। কারণ, বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা যে অবস্থায় থাকার কথা, তার থেকে আমরা উপরে আছি। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা যে পর্যায়ে থাকার কথা ছিল তার থেকে বেশি ছিল।