পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ
সিরাজগঞ্জে যুবকের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আদর্শ হাই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে যুবক রুবেলকে (২৪) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে ওই উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা এবং এস বি এম কলেজের আইসিটি ল্যাব সহকারী। এ কারাদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল সকালে ওই পরীক্ষা কেন্দ্রের সামনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনি কেন্দ্রের সামনে কম্পিউটারের দোকানের গিয়ে অনিয়ম দেখতে পান। রুবেল ওই দোকান থেকে ওই পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করছিল। এ অপরাধে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই কারাদণ্ডাদেশ দেয়া হয়। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বশির উদ্দিন, অফিস সহকারী মনিরুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।