ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ

সিরাজগঞ্জে যুবকের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জে যুবকের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আদর্শ হাই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে যুবক রুবেলকে (২৪) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে ওই উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা এবং এস বি এম কলেজের আইসিটি ল্যাব সহকারী। এ কারাদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল সকালে ওই পরীক্ষা কেন্দ্রের সামনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনি কেন্দ্রের সামনে কম্পিউটারের দোকানের গিয়ে অনিয়ম দেখতে পান। রুবেল ওই দোকান থেকে ওই পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করছিল। এ অপরাধে তাকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই কারাদণ্ডাদেশ দেয়া হয়। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বশির উদ্দিন, অফিস সহকারী মনিরুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত