ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৪০০ স্বর্ণকিশোরীর মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

৪০০ স্বর্ণকিশোরীর মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪০০ স্বর্ণকিশোরীকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে কাজিপুর শহিদ এম মনসুর আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ সামগ্রি বিতরণ করেন স্থানীয় এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীও ছিলেন একজন স্বর্ণকিশোরী। তিনিই মূলত এই ধারণাটির প্রচলন করেছেন। আজকে আমরা এই ধারণা কিশোরী বোনদের মাঝে ছড়িয়ে দিতে চাই। এতে তারা কুসংস্কার থেকে বেরিয়ে এসে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে এবং এজন্য এসব ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল। এসএমসি’র সহযোগিতায় অনুষ্ঠানে মাসিক চলাকালে সময়ে নানা জটিলতা, কুসংস্কার, করণীয় ও সঠিকভাবে হাত ধোয়ার বিষয়ে কিশোরীদের সম্যক ধারণা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, এসএমসির হেড অব রিজিওন কাজী জাফরুল্লাহ, সিনিয়র সেলস ম্যানেজার জাহিদ আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত