নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার মো. তানজির আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য দেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, বিপিএএ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো, শামসুল আলম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো, শিহাব উদ্দিন, হংসরাজ দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-ই আলম গোলাম ফারুক প্রমুখ।

সভায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মুল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার এসব বিষয়ে বক্তারা বক্তব্য দেন।