ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পত্রিকার এজেন্ট দৌলতসহ ছেলেকে মারধর

সিরাজগঞ্জে পত্রিকার এজেন্ট দৌলতসহ ছেলেকে মারধর

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় বিভিন্ন পত্রিকার এজেন্ট দৌলত মন্ডলসহ তার ছেলের উপর প্রভাবশালীদের ছত্রছায়ায় সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল সাংবাদিকদের জানান, গত বুধবার দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এমপি গ্রুপের সমর্থকরা আমার বাড়িতে হামলা চালিয়ে মারধর করে এবং দোকানে গিয়ে ছেলে মোমিনকে বেদম মারধর করা হয়। এর আগেও গত ৯ জানুয়ারি ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে দৌলত মন্ডল ও তার ছেলেকে মারপিট করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলাও রয়েছে। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আরমানের ফেক্সিলোডের দোকানে এসে হামলা চালায় ওই ভাইস চেয়ারম্যানের ভাই। এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে ভাইস চেয়ারম্যানের সহযোগীরা আমার বাড়িতে গিয়ে আমাকে মারপিট করে এবং দোকানে গিয়ে ছেলেকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। ওইদিন দুপুরের দিকে হঠাৎ করেই আমার বাড়ির বাইরে এসে ডাক দেয় ভাইস চেয়ারম্যানের সমর্থকরা। তাদের ডাকে আমি বাইরে বের হলে স্টীলের এক ধরণের লাঠি দিয়ে মারপিট করা হয় এবং দোকানে গিয়ে ছেলেকে বেদম মারপিট করা হয়। এ বিষয়ে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা সাংবাদিকদের বলেন, সংসদ নির্বাচনের জের ধরে এরআগেও আরমানকে মারধর করা হয়েছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আবারো তাদের ওপর হামলা চালানো হয়। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, এ মারামারির কথা শুনেছি এবং তারা দুজনেই হাসপাতালে ভর্তি আছে। দৌলত মন্ডল ও তার ছেলের উপর হামলার বিষয়ে এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনাস্থল এলাকায় পুলিশের টহল রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত