সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আতাউর রহমান (৫২) আর নেই। তিনি গতকাল ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি ওই অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন এবং বেশ কিছুদিন ধরে নানা রোগে ভুগছিলেন। প্রায় দেড় সপ্তাহ আগে তিনি স্ট্রোক করেন এবং তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে আনার এক হৃদয় বিদায়ক দৃশ্যর অবতরণ ঘটে। তার মৃত্যুর সংবাদে তাকে একনজর দেখতে যান এলজিইডি নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীরা। বাদ আসর জানাজা শেষে স্থানীয় কান্দাপাড়া কবরস্থানে তার দাফন করা হয়েছে। তার জানাজায় নির্বাহী প্রকৌশলী ও এলজিইডি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও অংশগ্রহণ করেন। নির্বাহী প্রকৌশলী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।