ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশের তথ্যপ্রযুক্তির সহায়তা

রাশিয়ার ইঞ্জিনিয়ারের আইফোন উদ্ধার : ছিনতাইকারী গ্রেপ্তার

রাশিয়ার ইঞ্জিনিয়ারের আইফোন উদ্ধার : ছিনতাইকারী গ্রেপ্তার

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্ল্যানিং ইঞ্জিনিয়ার রাশিয়ান নাগরিকের ছিনতাই হওয়া আইফোনটি সিরাজগঞ্জের কামারখন্দ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছিনতাইকারী যুবক আসিফকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই উপজেলা সদরের মৃত আসান হাবিবের ছেলে। কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্ল্যানিং ইঞ্জিনিয়ার আজাদ গত শনিবার ঢাকা থেকে ট্রেনযোগে ঈশ্বরদী যাচ্ছিল। এ সময় কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি হয় এবং তার হাত থেকে আইফোন-১৩ মোবাইল ফোনটি ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। আজাদ ঈশ্বরদী পৌঁছে ওই দিন থানায় একটি জিডি করেন। এ জিডির কপি কামারখন্দ থানায় প্রেরণ করা হয় এবং গত বুধবার দুপুরের দিকে তিনি ওই থানায় এসে এ ঘটনার বিস্তারিত জানান। ওই জিডির তথ্য অনুযায়ী বিশেষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আইফোনটি উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ আইফোন ওই রাশিয়ান নাগরিকের কাছে হস্তান্তর করা হয়। অল্প সময়ের মধ্যে ফোনটি উদ্ধার করায় পুলিশকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত