সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। প্রভাবশালী এ তিন প্রার্থী হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি ইসহাক আলী ও আওয়ামী লীগ নেতা শামছুজ্জামান আলো। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ পদে এখন ভোটযুদ্ধে লড়বেন ৬ প্রার্থী। তাদের মধ্যে গতকাল দুপুরে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এসব প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের নেতা পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান (মোটরসাইকেল), আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (চশমা), উপজেলা আওয়ামী লীগ নেতা রেফাজ উদ্দিন মাস্টার (আনারস), মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন মুকুল (ঘোড়া), অ্যাডভোকেট শওকত আলী সেলিম (হেলিকপ্টার) ও বর্তমান এমপির স্বামী শামীম তালুকদার লাবু (জিপ গাড়ি)। আগামী ৯ মার্চ জেলা পরিষদের উপ-নির্বাচনে এ পদে ভোটগ্রহণ হবে। এর মধ্যেই প্রার্থীরা ভোটযুদ্ধে মাঠে রয়েছেন এবং তারা উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিধি ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করায় পদটি শূন্য হয়।