শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল বিকালে গজনি অবকাশ পর্যটনকেন্দ্রে বাসচাপায় আইসক্রিম বিক্রেতা আমের আলী। নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত আবু হানিফ বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল বিকালে পর্যটনবাহী একটি বাস গজনি অবকাশ কেন্দ্রে কসমেটিক্স মার্কেটের দিকে সাইড করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইসক্রিম বিক্রেতা আমের আলীর ওপর উঠিয়ে দেয়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই মারা যায় আমের আলী। নিহত আমের আলী ঝিনাইগাতী উপজেলার বন্ধ ভাটপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে। দুর্ঘটনাকবলিত বাসচালককে আটক ও বাসটিকে জব্দ করেছে পুলিশ। অন্যদিকে গত শুক্রবার দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল বাইসাইকেল আরোহী আবু হানিফকে চাপা দেয়। এ সময় আবু হানিফ বাইসাইকেলে রাস্তা পারাপার হচ্ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নন্নী উত্তরবন্দ বাজুপাড়া গ্রামের বাসিন্দা নিহত আবু হানিফ। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ও চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি নন্নী ইউনিয়ন পরিষদের জিম্মায় রয়েছে। ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চালক ও বাস আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।