পঞ্চগড়ে টিউলিপ গার্ডেন দেখতে পর্যটকদের ভিড়
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি
ছুটির দিনে টিউলিপ দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দেশের উত্তরের পর্যটন জেলা পঞ্চগড়ে। গত শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত টিউলিপ গ্রাম দর্জিপাড়ায় অসংখ্য পর্যটকের সমাগম ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এসব পর্যটকের চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। বিকালে তেঁতুলিয়া উপজেলার সীমান্তঘেঁষা দর্জিপাড়ায় গিয়ে দেখা যায়, অসংখ্য দর্শনার্থীর সমাগমে ভরে উঠেছে টিউলিপ গ্রামটি। মাত্র ৮০ শতক জমিতে গড়ে উঠা বাগানে আগমন ঘটেছে হাজার হাজার পর্যটকের। এসব পর্যটক ৫০ টাকার টিকিট কেটে দেখেছেন টিউলিপের নজরকাড়া রূপ-সৌন্দর্য। কেউ এসেছেন ভালোবাসার মানুষটিকে নিয়ে, কেউ আবার পরিবার নিয়ে। সবার মুখেই যেন টিউলিপের হাসি দেখা গেছে। বাগানে প্রবেশ করেই তারা পরিবারের সঙ্গে ছবি তুলে কাটিয়েছেন ঘণ্টা পর ঘণ্টা। কেউ ফেসবুকে লাইভে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টিউলিপের বাহারি রূপের কথা তুলে ধরেন। ভিনদেশি এ টিউলিপকে ঘিরে পর্যটনে যেমন যুক্ত হয়েছে নতুন মাত্রা, তেমনি ভিনদেশি এ ফুল চাষে সম্ভাবনা সৃষ্টি হয়েছে নতুন অর্থনীতির। জানা যায়, নেদারল্যান্ড, কানাডা, কাশ্মীর, তুরস্কের মতো বিশ্বের শীত প্রধান দেশে চাষ হয় উচ্চমূল্যের এমন ফুল। পৃথিবীতে দেড় শতাধিকের বেশি প্রজাতি রয়েছে টিউলিপের। প্রান্তিক পর্যায়ের ১৬ জন নারী নিয়ে ১৯ প্রজাতির নজরকাড়া টিউলিপ চাষ করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।