ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে বৃত্তি দেবে ঢাবি

প্রথম বর্ষের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে বৃত্তি দেবে ঢাবি

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিগগিরই সেটি কার্যকর করা হবে।

তিনি বলেন, বৃত্তি দেওয়া হলে তারা বিপথগামী হবে না। তারা যদি স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তাহলে তার মেধা বিকাশের পথ আরও সুগম হবে। সিদ্ধান্ত কার্যকর করতে সবার সাথে আলাপ আলোচনা চলছে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘ইডাফস’-এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, সবার মাঝে সেতুবন্ধন তৈরিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালামনাই আরও বেশি সক্রিয় হবে এমনটাই প্রত্যাশা। বর্তমান শিক্ষার্থী যারা, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবগুলো অ্যালামনাই সংগঠনগুলোর সাথে সমন্বয় করে কীভাবে আরও কাজ করা যায়, সে ব্যপারে প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ততা আরও বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা ও সার্বিক উন্নয়নে শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষা, গবেষণাসহ সব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে রোডম্যাপ তৈরির মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘ইডাফস’-এর সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলম, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীরসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত