মোংলা বন্দরের পশুর চ্যানেলে সাড়ে ৯০০ টন কয়লা নিয়ে কার্গোডুবি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় অবস্থিত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি পারস থেকে ৮৫০ টন কয়লাবোঝাই করে নোয়াপাড়া (যশোর) যাওয়ার সময় তলা ফেটে কানাইনগর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে এমভি ইশরা মাহমুদ নামক একটি লাইটার জাহাজ। মোংলা বন্দর কর্তৃপক্ষের গণসংযোগ কর্মকর্তা মো: মাকরুজ্জামান জানান, মোংলা বন্দরের হারবাড়িয়া-৬ নম্বার বয়া এলাকায় অবস্থানরত এমভি পারস নামক একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৯৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে এমভি ইশরা মাহমুদ লাইটারটি। এরপর গতকাল সকালে লাইটারটি ছেড়ে যায় নোয়াপাড়ার উদ্দেশ্যে। পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় আসলে বেলা ১১টার দিকে ডুবোচরে আটকে তলা ফেঁটে যায় লাইটারটির। দ্রুত চালক নৌযানটিকে নদীর তীরে উঠিয়ে দেয়। এতে লাইটারটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। তবে মোংলা বন্দরের পশুর নদীর প্রধান নৌ চ্যানেলটি সম্পূর্ন নিরাপদ রয়েছে। এছাড়া লাইটার দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে দাবি এই কর্মকর্তার।