ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশি বাধায় ১২ দলের মিছিল পণ্ড

দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার

দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার

১২ দলীয় জোটের মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলের প্রস্তুতি নেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, পুলিশের মারমুখী আচরণে স্লোগান ও মিছিল বন্ধ হয়ে যায়। পুলিশ জোটের ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয়। ব্যানার ছাড়াই ১২ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল শুরু করেন এবং পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এর আগে পুলিশি বাধায় জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করতে পারেননি জোট নেতারা। সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তখন জানান আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কর্মসূচি পালন করতে পারেন। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কর্মসূচি করতে দিতে পারি না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত