হতদরিদ্রদের সিপিইউএস’র ছাগল বিতরণ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকার অর্থায়নে এবং চাউলিয়াপট্টি পল্লি উন্নয়ন সংস্থার (সিপিইউএস) আয়োজনে বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নের তরনজা ও গৌরিপুর গ্রামের ১৬ জন উপকারভোগী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৩২টি ছাগল মঙ্গলপুর তরনজা মানিক উদ্যান প্রাঙ্গণে বিতরণ করা হয়। গতকাল সকালে দিনাজপুরে বিরল উপজেলায় সিপিইউএস’র নির্বাহী পরিচালক কৃষি অর্থনীতিবীদ জান্নাতুন ফেরদৌস ইভার সভাপতিত্বে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ৩২টি ছাগল বিতরণ করেন বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন মঙ্গলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাখাওয়াত পারভেজ (ডিয়ার), শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আহসানুর আলম জুয়েল ও মহিলা ইউপি সদস্য শরিফা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন সিপিইউএস’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত জাহান। এ সময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।