২০ হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণের সিদ্ধান্ত

কক্সবাজারে মানবিক উদ্যোগের নাম ‘হামীম-মফিজ ফাউন্ডেশন’

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

‘হামীম-মফিজ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন মাহে রমজানে ২০ হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মানবিক সংগঠনটি। গতকাল মঙ্গলবার ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহে রমজান উপলক্ষ্যে কক্সবাজার পৌরসভা এলাকায়-মসজিদ, হাসপাতাল, ও বিভিন্ন স্থানে গরিব, দুঃখী মেহনতি ২০ হাজার মানুষের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ করা হবে। তিনি আরো বলেন, অসহায় দারিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী মানবতার সেবায় হামীম-মফিজ ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। এদিকে গতকাল মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন হামীম-মফিজ ফাউন্ডেশনে’র মাহে রমজান উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মোজাম্মেল হক, আবু শামা আজাদ, সোফিয়া আক্তার, আরাফাত হোসেন, রাকিব, অংছেনসহ বিভিন্ন লোকজন।