ডাক বিভাগের পোস্ট ই-সেন্টারের সক্রিয় ও দক্ষ উদ্যোক্তাদের ‘স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট’ পদে বহালের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পোস্ট ই- সেন্টার উদ্যোক্তা ফোরাম আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান। তারা জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ডাক অধিদপ্তর এক স্মারকের মাধ্যমে সারা দেশের সব পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা নিযুক্তি বাতিল করেছে। এই বাতিল আদেশের ফলে পোস্ট ই-সেন্টারের সব উদ্যোক্তা এবং তাদের পরিবারের উপর বিপর্যয় নেমে এসেছে, যা অত্যন্ত অমানবিক। মানববন্ধনে বক্তারা বলেন, পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তারা ২০১৪ সাল থেকে পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের মাধ্যমে ডাক অধিদপ্তর কর্তৃক নিযুক্ত হয়ে ভিশন’২১ বাস্তবায়নের জন্য কাজ শুরু করে। প্রাথমিক পর্যায়ে সারা দেশে ৮ হাজার ৫০০ পোস্ট ই-সেন্টার স্থাপিত হয় এবং প্রত্যেক পোস্ট ই-সেন্টারে যাচাই-বাছাই এবং পরীক্ষার মাধ্যমে একজন করে উদ্যোক্তা নিয়োগ করা হয়। তারা বলেন, ডাক বিভাগে ১০ বছর উদ্যোক্তা হিসেবে গ্রামীণ জনগণকে ডিজিটাল সেবা দিয়েছি। আমাদের কোনো বেতন-ভাতা না থাকলেও নিযুক্তির শর্ত অনুযায়ী ডিজিটাল সেবা প্রদানের বিনিময়ে প্রাপ্ত আয়ের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিয়ে থাকি। আমরা গত চার বছরে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছি, যেখানে ডাক বিভাগের সরকারি কাজের ব্যয়, আয়ের থেকে বেশি। উদ্যোক্তাদের কোনো ধরনের সরকারি বেতন-ভাতা না থাকায় পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তাভিত্তিক সব কার্যক্রমের সরকারি ব্যয় শূন্য।