প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান
সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন।
গতকাল দুপুরে উপজেলার তারুটিয়া মাঠে মেসার্স ভরসা ব্রিক্স (ইট ভাটা) এ উপজেলা প্রশাসন ও রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিস যৌথভাবে অভিযানের সময় ইটের মান যাচাই ও মান সনদ গ্রহন না করে ক্লে-ব্রিক্স (ইট) প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে বিএসটিআই আইনে-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় হাইওয়ে রেস্টুরেন্ট নিউ ফুড ভিলেজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই’র উপ-পরিচালক(সিএম) সাইফুল ইসলাম ও ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেনস হকর্মকর্তারা উপস্থিত ছিলেন।