ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চার বখাটে গ্রেপ্তার

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা সাংবাদিক খোরশেদ আলম ওরফে বাবু মীর্জাকে (৪২) মারধর করেছে এলাকার বখাটেরা। এ ঘটনায় চার বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের আজিজুল হক হৃদয় (২০), গোপীনাথপুর গ্রামের নাজমুল হোসেন রোকন ভুঁইয়া (২৫), রাশেদ উদ্দিন ভুঁইয়া (৪২) ও আশরাফুল ইসলাম (২৭)। এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ওই সাংবাদিকের মেয়ে এনায়েতপুর কেজির মোড় এলাকার আইসিএল স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং সে স্কুলে যাওয়ার পথে প্রায়ই হৃদয় তাকে প্রেম নিবেদনের মাধ্যমে উত্ত্যক্ত করত। এ বিষয়টি ওই ছাত্রী পরিবারকে জানালে অভিযুক্ত হৃদয়কে উত্ত্যক্ত করতে নিষেধ করেন সাংবাদিক বাবু মির্জা। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় মঙ্গলবার বিকালে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফিরছিল তার মেয়ে। এ সময় কেজির মোড় এলাকায় পৌঁছলে হৃদয় তার হাত ও ওড়না ধরে টানাটানি শুরু করে। তাৎক্ষণিকভাবে বাবা বাবু মির্জা ঘটনাস্থলে যান এবং তার মেয়েকে উত্ত্যক্তের ব্যাপারে প্রতিবাদ করেন। এ সময় হৃদয়সহ বখাটেরা দেশীয় অস্ত্র নিয়ে বাবু মির্জার ওপর আক্রমণ করে। এ সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত