সিরাজগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান

২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিামানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা এই জরিমানা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশব্যাপী স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালানো হয়। গতকাল দিনভর এ অভিযানে শহরের এসবি ফজলুল হক রোডস্থ মডার্ন ডায়াগনস্টিকে মূল্য তালিকা না থাকা, রোগীকে বাইরে থেকে টেস্ট করানো, জমা ভাউচার ঠিক না থাকা, বাথরুমের পরিবেশ নোংরা ও অপরিচ্ছন্ন থাকায় প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইবি রোডস্থ নিউ পলি ক্লিনিক ও শমরিতা ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না থাকা, মূল্য তালিকায় মিল না থাকা, সার্ভিস সেন্টারের দুরবস্থা, সার্টিফিকেটের মেয়াদ না থাকা ও ভোক্তার সঙ্গে প্রতারণার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই রোডের শেফা প্যাথলজিতে অভিযানে গেলে সেটি বন্ধ করে কর্তৃপক্ষ পালিয়ে যায়। এছাড়া মুজিব সড়কের সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে অনুমতিপ্রাপ্ত ১০ বেডের জায়গায় ১৭ বেড ব্যবহার করা, প্রয়োজনীয় চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অপারেশন থিয়েটার সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। সিভিল সার্জন অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়োনে এ ব্যবস্থা নিয়েছে। এজন্য জনসাধারণের ভোগান্তি বন্ধে এ অভিযান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।