স্কুলছাত্রী উত্ত্যক্তের মামলায় আ.লীগ নেতার জামিন
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এনায়েতপুর কেজির মোড়ে স্কুলছাত্রীর উত্ত্যক্তের মামলায় জামিনে মুক্তি পেয়েছেন রাশেদ উদ্দিন ভূঁইয়া। তিনি ওই থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও স্থানীয় একটি কলেজের প্রভাষক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় স্কুলছাত্রীর উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে তার বাবা সাংবাদিক খোরশেদ আলম বাবু মির্জাকে মারধর করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ওই আওয়ামী লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে ওই সাংবাদিক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। বুধবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে। ওইদিন বিকালে সিরাজগঞ্জ আমলী আদালতের বিচারক নাহিদ রহমান শরীফ এ মামলার শুনানি শেষে চার আসামির মধ্যে ওই আওয়ামী লীগ নেতার জামিন মঞ্জুর করেন। এ মামলার বাদী সাংবাদিক বাবু মির্জা বলেন, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে আত্মীয়সহ আমরা সবাই এখন নিরাপত্তাহীনতা অনুভব করছি। ওই নেতা জামিনে মুক্তি পাওয়ার পর এ ঘটনা মীমাংসার জন্য নানারকম চাপ সৃষ্টি করা হচ্ছে। থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ সাংবাদিকদের বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের বিষয়ে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে ওই আওয়ামী লীগ নেতার সম্পৃক্ততা নেই। তবে তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।