ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যমুনায় অবৈধ বালু উত্তোলন

চৌহালীতে দেড় লাখ টাকা জরিমানা

চৌহালীতে দেড় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন- ওই উপজেলার চর জাজুরিয়া গ্রামের আমিনুল ইসলাম (৪২) শাহজাদপুর উপজেলার চরা চিথুলিয়া গ্রামের তায়জুল ইসলাম (৩৮) ও টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার আইচবাড়ী গ্রামের ফটিক আলী (৪০)। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান তাদের এ জরিমানা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে ওই উপজেলার যমুনা নদীর বিনানুই, খাসপুকুরিয়া ও ভূতের মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকালে তাদের আটক করা হয়। গতকাল শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ওই উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন থামছেই না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, যমুনায় আইন অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত