মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে তাজ এক্সরে ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ না থাকা, বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সিরাজদিখান বাজারের শিকদার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তাজ এক্সরে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এ কে এম তাইফুল হক, উপজেলা স্যানেটারি পরির্দশক শাহ আলম মিয়া প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, মানুষ যাতে সঠিক স্বাস্থ্যসেবা পায়, এটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের। তাই সিরাজদিখান বাজারের তাজ এক্সরে ক্লিনিকে অভিযানে গিয়ে দেখি লাইসেন্সের মেয়াদ নেই, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কোনো হালনাগাদ কাগজপত্র, সেবা মূল্য তালিকা এবং ক্যাশ মেমো, প্যাথলজি টেকনোলজিস্ট, এক্সরে টেকনোলজিস্ট পাওয়া যায়নি।