ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অতিরিক্ত সচিব

সমন্বিত উদ্যোগে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে

সমন্বিত উদ্যোগে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে

কক্সবাজারে কৃষি ব্যাংকের গ্রাহকদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২০২৪) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে মুখ্য আঞ্চলিক কার্যালয় কক্সবাজার এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস। তিনি বলেন, ‘দেশের সংকটকালীন মুহূর্তে কৃষকরা কখনো পিছু হটেনি। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যেও তারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। কৃষক ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের ফলে দেশের এই অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। সবাইকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবে দেশ ও কৃষি ব্যাংক।’ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিকল্পনা ও পরিচালনা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. খালেদুজ্জামান এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। বক্তারা বলেন, গ্রাহকদের জন্য শিগগিরই মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। যাতে সবাই সহজভাবে লেনদেন করতে পারেন। মনে রাখবেন আপনারা কৃষি ব্যাংকের পার্টনার। তাই নিজ ব্যবসায় মনযোগ দেন। টাকা নিয়ে সঠিক কাজে ব্যবহার করেন। সময়মতো লোন পরিশোধ করুন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে গ্রাহকরা তাদের চাহিদা ও সফলতার গল্প শোনান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত