ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শর্টসার্কিটের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জে শর্টসার্কিটের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জ সদর উপজেলার চর চণ্ডীদাসগাঁতী গ্রামের কৃষক আমজাদ হোসেনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ওই গ্রামের আমজাদ হোসেনের টিনশেডের বাড়িটিতে ৯টি কক্ষে স্থানীয় সৈয়দ স্পিনিং মিলের ৯ জন শ্রমিক ভাড়া থাকতেন। গতকাল সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়িতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে ওই বাড়ির ঘর, আসভাবপত্রসহ নগদ টাকা পুড়ে গেছে। এতে উল্লেখিত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত