ময়মনসিংহের ফুলপুরে এক শিক্ষিকাকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে পুলিশ তানভির আহম্মেদ রাসেল নামে একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। জানা যায়, ওই শিক্ষিকা ফুলপুর সদরের একটি বাসায় স্বামী সন্তানসহ ভাড়ায় থাকেন। পৌরসভার চর সাহাপুর গ্রামের ট্রেইলার্স ব্যবসায়ী তানভীর আহম্মেদ রাসেল ওই শিক্ষিকাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। প্রায়ই রাতে শিক্ষিকার বাসার টিনের চালে ঢিল ছুড়ে মারত। এর প্রতিবাদ করায় হুমকি দেয় তাকে। গত রোববার দুপুরে ওই শিক্ষিকা ছাত্রদের প্রাইভেট পড়ানোর সময় তানভীর আহম্মেদ রাসেল গিয়ে শ্লীলতাহানি করে। তার ডাক-চিৎকারে ছাত্র- ছাত্রী ও লোকজন এগিয়ে এলে তানভির আহম্মেদ রাসেল ওই শিক্ষিকাকে লাঠির আঘাতে রক্তাক্ত জখম করে চলে যায়। তাকে চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষিকা বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তানভির আহম্মেদ রাসেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।