এম মনসুর আলী মেডিকেল কলেজ

সেই ঘটনার দিন ৯৯৯ এ ফোন প্রাণে রক্ষা পেয়েছেন শিক্ষার্থীরা

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সেই ঘটনার দিন ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা। কলেজ ছাত্র তমালকে গুলি করার পর অভিযুক্ত শিক্ষক ডাঃ রায়হান শরীফ অস্ত্র উঁচিয়ে শিক্ষার্থীদের বলেছিল, ওকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে গেলে তোদের গুলি করে মেরে ফেলব। পায়ে গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন মামলার অভিযোয়ে এসব কথা উল্লেখ করেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই শিক্ষক অস্ত্র নিয়ে ক্লাসে যেতেন এবং টেবিলে অস্ত্র রেখে লেকচার দিতেন। সেইসাথে শিক্ষার্থীদের ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার প্রায়ই হুমকি দিতেন। ওই ঘটনার দিন একপর্যায়ে রায়হান শরীফ ব্যাগ থেকে পিস্তল বের করে আরাফাত আমিন তমালকে পায়ে লক্ষ্য করে গুলি করেন। গুলি করার পর ওই শিক্ষক অস্ত্র উচিয়ে শিক্ষার্থীদের বলতে থাকেন, তোরা যদি ওকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে যাস, তাহলে তোদের গুলি করে মেরে ফেলব। এ হুমকির কারণে শিক্ষার্থীরা জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়। এ ফোনের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই শিক্ষককে পুলিশের হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।