বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ
কাল দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে বিএনপি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কাল ঢাকা মহানগরসহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। গত বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী জানান ‘গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১৩০ শতাংশ, দাম বাড়ানো হয়েছে ১৩ বার। পিডিবি’র তথ্যমতে গত ১৪ বছরে ১৩ দফায় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে প্রায় ১৩০ শতাংশ। ২০০৯ সালে দেশে বিদ্যুতের দাম ছিল ইউনিট-প্রতি ৩.৭৩ টাকা। বর্তমানে দাম বেড়ে হয়েছে ৮.৯৫ টাকা।’ তিনি বলেন, ‘২০০ থেকে ৩০০ ইউনিটে ইউনিট-প্রতি দাম হবে ১২.০৩ টাকা। আর ৬০০ ইউনিটের ওপরে কেউ যদি ব্যবহার করে তবে সেটির দাম হবে ১৪.৬১ টাকা।