ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধুর জীবন ও দর্শন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জীবন ও দর্শন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের গুরুত্ব, তাৎপর্য ও তার জীবন এবং দর্শন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের গুরুত্ব, তাৎপর্য ও তার জীবন এবং দর্শন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার হাইড্রোকার্বন ইউনিটের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। হাইড্রোকার্বন ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (পিআরএল) মোহাম্মদ জাকির হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। বিশেষ অতিথি ছিলেন খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) পরিচালক মো. আবুল বাসার সিদ্দিক আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মো. শামীম খান। স্বাগত বক্তব্য দেন, হাইড্রোকার্বন ইউনিটের পরিচালক দীপক কুমার চক্রবর্তী। সেমিনারের প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন বলেন, একটি দেশের শিল্প, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের মেরুদণ্ড হচ্ছে জ্বালানি খাত। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল আত্মমর্যাদাশীল স্বনির্ভর জাতি হিসেবে বাঙালিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার পর থেকেই নিজস্ব খনিজসম্পদ আহরণে জোর দিয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত