চরাঞ্চলের জীবিকায়ন সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক মতবিনিময় সভা
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফর্মেশন সার্ভিসের (সিইজিআইএস) আয়োজনে ‘যমুনা নদীর চর স্থিতিশীল ও জীবিকায়ন সম্ভাব্যতা সমীক্ষা’ (কাওয়াখোলা চর) শীর্ষক প্রকল্পের এক মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরের দিকে পৌর কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাউবোর প্রধান প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. জান্নাত আরা হেনরী এমপি। তিনি বলেন, চরাঞ্চলের জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব না। এজন্য চরাঞ্চলকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে সরকার বদ্ধপরিকর। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তবে একটি মহল এ উন্নয়নে বাঁধার সৃষ্টি করছে। এতে তারা কখনও সফল হবে না। এ অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্য মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, দেশের চরাঞ্চলে প্রায় ৩০ ধরনের ফসল চাষ হয়। কৃষকরা বছরে দুবার এ ফসল ফলানোর সুযোগ পান। এজন্য চরাঞ্চল হচ্ছে একটি অপার সম্ভাবনার জায়গা। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনেকগুলো মেগা পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনা উন্নয়নের সুযোগ-সুবিধা চরাঞ্চলের মানুষ পেয়েছে। চরাঞ্চলের মানুষের সমস্যা আসলে ভূমির সঙ্গে প্রোথিত। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাউবোর মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক, অতিরিক্ত মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলাম ও অতিরিক্ত মহাপরিচালক এনায়েত উল্লাহ, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ চরাঞ্চলের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।