ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাউফলে ৭০০ কেজি জাটকা জব্দ

বাউফলে ৭০০ কেজি জাটকা জব্দ

পটুয়াখালীর বাউফল উপজেলায় জাটকা ইলিশ পাচারের সময় তিনজন মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গতকাল ভোর ৬টার দিকে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী প্রত্যেক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে স্বপন মোল্লা, বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের শাহজাহান মিয়ার ছেলে আব্দুল লতিফ ও একই ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে ইব্রাহীম খাঁ। কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. লুৎফর রহমান বলেন, গোপন সূত্রে খবর পাই কালাইয়া লঞ্চঘাটের পূর্বপাশে জাটকা ইলিশ পাচার করার জন্য রাখা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত